ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

বার্সা-বায়ার্নের জয়ের রাতে, আর্সেনাল-পিএসজির হার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৫, ৭ নভেম্বর ২০২৪

ফ্লিক জাদুতে গোল উৎসব চলছেই বার্সেলোনার। এবার চ্যাম্পিয়নস লিগে রেড স্টার বেলগ্রেডকে ৫-২ গোলে বিধ্বস্ত করল তারা। বুধবার জোড়া গোল করেছেন রবার্ট লেভানদোস্কি। একবার করে বল জালে পাঠান রাফিনিয়া, ইনিগো মার্তিনেস ও ফারমিন লোপেস। তিনটি অ্যাসিস্ট ডিফেন্ডার জুস কুন্ডের

কাতালানদের বড় জয়ের রাতে হেরে গেছে আর্সেনাল ও পিএসজি। ইন্টার মিলান ১-০ গোলে হারিয়েছে আর্সেনালকে। এবারের চ্যাম্পিয়নস লিগে এটাই প্রথম হার আর্সেনালের। শুধু তাই নয় এবারের আসরে বুধবারই প্রথম বল জড়াল তাদের জালে। অপর ম্যাচে নিজেদের মাঠে ইনজুরি টাইমের গোলে আতলেতিকোর কাছে ২-১ ব্যবধানে হেরেছে পিএসজি। জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখ ১-০ গোলে হারিয়েছে বেনফিকাকে।

এর আগে, মোনাকোর মাঠে হার দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু হয়েছিল বার্সেলোনার। হতাশা কাটাতে সময় নেয়নি কাতালানরা। ইউরোপসেরার মঞ্চে একের পর এক দাপুটে জয় আদায় করে নিচ্ছে হ্যান্সি ফ্লিকের দল।

বেলগ্রেডের রাইকো মিতিচ স্টেডিয়ামে বুধবার রাতে ক্রভেনা জাভেজদাকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। জোড়া গোল করেছেন রবার্ট লেভান্ডোভস্কি। একবার করে জালের দেখা পান রাফিনহা, ইনিগো মার্টিনেজ ও ফের্মিন লোপেজ।

চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠেছে বার্সেলোনা। সব ম্যাচ হেরে ৩৬ দলের মধ্যে ৩৫ নম্বরে আছে ক্রভেনা জাভেজদা।

চ্যাম্পিয়ন্স লিগে রাতের আরেক ম্যাচে টানা দুই হারের পর জয়ে ফিরেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে বেনফিকাকে ১-০তে হারিয়েছে তারা। দ্বিতীয়ার্ধে গোলটি করেছেন জামাল মুসিয়ালা।

চার ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে বায়ার্ন। তাদের দুইধাপ নিচে অবস্থান বেনফিকার, পয়েন্ট সমান ৬।

আরেক ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগের আর্সেনালকে ১-০তে হারিয়েছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। এনিয়ে ইতালিতে টানা পাঁচ ম্যাচে গোলহীন ইংলিশ ক্লাবটি। জয়ের নায়ক হাকান কালহানোগলু, পেনাল্টি থেকে গোলটি করেন। ৭ পয়েন্ট নিয়ে টেবিলে ১২তম আর্সেনাল। ১০ পয়েন্ট পেয়ে পাঁচে আছে ইন্টার।

এদিকে প্যারিসে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-১ ব্যবধানে হেরে পয়েন্ট তালিকার ২৫ নম্বরে নেমে গেছে পিএসজি। ম্যাচের ১৪ মিনিটে জাইর-এমিরির গোলে পিএসজি প্রথমে এগিয়ে যায়। চার মিনিট বাদে অ্যাটলেটিকো সমতায় ফেরে নাহুয়েল মোলিনার গোলে। নির্ধারিত সময় শেষে যোগ করা তৃতীয় মিনিটে অ্যাঙ্গেল কোর্রেয়া জয়সূচক গোলটি আনেন।

এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি